স্টাফ রিপোর্টার, ফরিদপুর:
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ নতুন গ্রামে দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ঘর ছেড়ে চলে গেছেন এক গৃহবধূ। জানা গেছে, তার সঙ্গে রয়েছে পরকীয়া প্রেমের সম্পর্কের অভিযোগও।
ভুক্তভোগী পরিবারের দাবি, গৃহবধূ সুবর্ণা আক্তার তার স্বামী শেখ শহিদকে ঘুমের ওষুধ খাইয়ে রেখে গত বুধবার (২২ মে) সকাল থেকে নিখোঁজ রয়েছেন। এ সময় তিনি শ্বশুরবাড়ি থেকে ৪০ হাজার টাকা ও কিছু স্বর্ণালঙ্কারও নিয়ে গেছেন বলে অভিযোগ করা হয়েছে।
শেখ শহিদের পরিবারের অভিযোগ, সুবর্ণা আক্তার দীর্ঘদিন ধরে এক পর পুরুষের সঙ্গে সম্পর্ক রাখছিলেন। সেই সম্পর্কের টানেই তিনি ৬ বছর বয়সী মেয়েকে ফেলে বাড়ি থেকে পালিয়ে যান। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
এ বিষয়ে শেখ শহিদ সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সদরপুর থানার ডিউটি অফিসার জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।