এস কে রাসেল, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যে মানিকগঞ্জের দৌলতপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। রোববার (২৫ মে) দুপুর ১২টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন।
উদ্বোধনী আয়োজনের আগে একটি বর্ণাঢ্য র্যালি ভূমি অফিস থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেন যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মহাসিনউল হাসান, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেলার মূল উদ্দেশ্য হচ্ছে ভূমি সংক্রান্ত সরকারি সেবাসমূহ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এতে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ প্রয়োজনীয় বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন বলেন, “ভূমি মেলায় উপজেলার সব ইউনিয়নের মানুষ এসে সরাসরি সেবা নিতে পারছেন। এতে জনসাধারণ হয়রানিমুক্তভাবে ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান পাচ্ছেন এবং ভূমি অফিসের সেবার প্রতি তাদের আস্থা বাড়ছে।”
মেলা চলবে আগামী মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত। আয়োজকরা আশা করছেন, এই আয়োজনের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে।