স্টাফ রিপোর্টার: এনামুল হক
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে আজিজুল হাকিম আজিজ সভাপতি ও রাকিব হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ত্রিশালে শুভেচ্ছা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ মে) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত আহ্বায়ক, কারা-নির্যাতিত ছাত্রনেতা মাহমুদুল হাসান রবিন আকন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন:
- কামরুজ্জামান সুমন, সদস্য সচিব, ত্রিশাল পৌর ছাত্রদল
- ফয়সাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক, পৌর ছাত্রদল
- পৌর ছাত্রদল নেতা: ফুলকি, আশিক, বোরহান, আব্দুল আল-মামুন, রাতুল, হাবিব
- উপজেলা ছাত্রদল নেতা: মামুন সরকার, মোঃ ইসমাঈল, তানবীর, খাইলরুল ইসলাম, শাহাদাত হোসেন, জিয়াদুল হাসান আকন্দ, মোঃ মুক্তাকিম মিয়া, শওকত হোসেন, মোঃ আলফাজ
- নজরুল কলেজ ছাত্রদল নেতা: মোঃ নাঈমুল ইসলাম, আল-আমিন মিয়া, মোঃ শরিফুল ইসলাম
- এছাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন
ছাত্রদলের এই আনন্দ মিছিল ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বক্তারা নবনির্বাচিত জেলা কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, “এই নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।”