এস কে রাসেল, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের চিনাবাদাম—বিনা চিনাবাদাম-৬, বিনা চিনাবাদাম-৮ এবং বারি চিনাবাদাম-৯—এর সম্প্রসারণ ও চাষাবাদে কৃষকদের উৎসাহিত করতে মাঠ দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২৪ মে) সকালে উপজেলার বাচামারা ইউনিয়নের একটি কৃষি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজস্ব অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ‘বিনা’ মাঠ দিবসটি বাস্তবায়ন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহাম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. মোহাম্মদ আজিজুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) ও প্রকল্প পরিচালক ড. মো. মাহাবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের পিএসও ড. মাহবুবুর রহমান খান, বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আসাদ উল্লাহ এবং দৌলতপুর উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে মানিকহার গ্রামের শতাধিক কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। তারা উচ্চফলনশীল ও পরিবেশ সহনশীল এই চিনাবাদাম জাতগুলোর ফলন দেখে আগ্রহ প্রকাশ করেন।
কৃষি কর্মকর্তারা জানান, বিনা উদ্ভাবিত এই জাতগুলো খরার সহনশীল ও তুলনামূলকভাবে অধিক উৎপাদনক্ষম। এতে করে কৃষকের আয় বাড়বে এবং দেশের তেলবীজ উৎপাদনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।