দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সব রাজনৈতিক দলকে নিয়ে আলোচনা করতে উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। আগামীকাল (রোববার) বিকেলে তার সরকারি বাসভবন ‘যমুনা’-তে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, গত জুলাইয়ের ছাত্র-জনতা অভ্যুত্থানের পর যে দলগুলো এ পরিবর্তনের পক্ষে ছিল, সেসব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংলাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, “প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাদেরকে বৈঠকের বিষয়ে জানানো হয়েছে। যদিও নির্দিষ্ট সময় এখনো জানানো হয়নি, তবে ধারণা করছি বিকালেই এটি অনুষ্ঠিত হবে।”
অন্যদিকে, আজ শনিবার সন্ধ্যায় দুই বড় রাজনৈতিক শক্তি—বিএনপি ও জামায়াত ইসলামী বাংলাদেশের সঙ্গেও পৃথকভাবে বৈঠক করছেন ড. ইউনূস। বিএনপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে সন্ধ্যা ৭টায়, আর জামায়াতের সঙ্গে বৈঠক নির্ধারিত রয়েছে রাত ৮টায়। রাজনৈতিক সংলাপের এই ধারা দেশে একটি সম্মিলিত রাজনৈতিক সমঝোতার পথ খুলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
জানা গেছে, এসব বৈঠকের মূল উদ্দেশ্য হলো বর্তমান সংকট উত্তরণে জাতীয় ঐকমত্য গঠনের সম্ভাব্য রূপরেখা নিয়ে আলোচনা এবং রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি সরাসরি শুনে একটি সুসংহত কর্মপন্থা নির্ধারণ করা।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এমন উদ্যোগ আগামী দিনের অন্তর্বর্তী শাসনব্যবস্থার গঠনমূলক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।