বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরলেই দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ নিয়ে এগিয়ে আসবে—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২৪ মে) রাজধানীতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “অনেকেই বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, কিন্তু তারা একটি সুস্থ, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষায় আছে। এখন আসল প্রশ্ন হলো—আমরা কত দ্রুত গণতন্ত্রের পথে ফিরে যেতে পারবো।”
তিনি আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে বিনিয়োগ ছাড়া উপায় নেই। সেই বিনিয়োগ আসবে মূলত পুঁজিবাজার থেকে। তাই আগামী দিনে অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি শক্তিশালী ও স্বচ্ছ পুঁজিবাজার গড়ে তোলা অপরিহার্য।”
পুঁজিবাজারের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমীর খসরু বলেন, “এখনকার পুঁজিবাজার এক ধরনের ক্যাসিনোতে পরিণত হয়েছে। একটি প্রভাবশালী গোষ্ঠী এসে বাজারে খেলা করে, লাভ তুলে নেয়, আবার চলে যায়। বিগত ১৫ বছর ধরেই এমনটি হয়ে আসছে। এটা বন্ধ করতে হলে পুঁজিবাজারে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “যেখানে বিনিয়োগকারীরা আস্থা পাবে না, সেখানে বিনিয়োগ কখনোই টেকসই হয় না। রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক নীতির ধারাবাহিকতা এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়।”
সেমিনারে দেশের অর্থনীতি পুনর্গঠনের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক কাঠামোর ওপর গুরুত্ব দেন আমীর খসরু। তিনি বলেন, “গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হলে বিনিয়োগ ও অর্থনীতির বিকাশ সহজ হবে, এবং দেশ আবার ঘুরে দাঁড়াতে পারবে।”