ঢাকা প্রতিনিধি:
রাজধানীর মান্ডা ও মানিকনগর এলাকায় দীর্ঘ চার বছর ধরে চলমান গ্যাস সংকটের সমাধানের দাবিতে আজ শনিবার (২৪ মে ২০২৫) সকালে মুগদা বিশ্বরোডে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও মুগদা মেডিকেল কলেজের সামনে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে এ অঞ্চলে গ্যাসের ভয়াবহ সংকট চলছে। এক সময় রাতের বেলায় কিছুটা গ্যাস মিললেও বর্তমানে দিন-রাত ২৪ ঘণ্টাই গ্যাস থাকে না। অথচ নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগের বিল ঠিকই নিয়মিত পাঠানো হচ্ছে, যা ভোক্তাদের জন্য একধরনের অবিচার বলে অভিযোগ করেন তারা।
স্থানীয় বাসিন্দা হুমায়ুন নেওয়াজ ভূঁইয়া বলেন,
“ভাড়া বাড়িতেই থাকতে হচ্ছে গ্যাস ছাড়া। রান্না করতে হচ্ছে বিদ্যুৎচালিত চুলায়, যার ফলে বিদ্যুৎ বিলও অস্বাভাবিক হারে বেড়ে গেছে। একদিকে গ্যাস নেই, অন্যদিকে গ্যাস বিল পরিশোধ করতে হচ্ছে—এ যেন এক মহা দুর্ভোগ।”
বাড়িওয়ালারা জানান, গ্যাস না থাকার কারণে ভাড়াটিয়ারা এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। এতে প্রতিনিয়ত খালি পড়ে থাকছে ঘরবাড়ি, ব্যাহত হচ্ছে আয়ের উৎস, বাড়ছে ব্যাংক ঋণের বোঝা।
বক্তারা বলেন,
“অনেকে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি নির্মাণ করেছেন। কিন্তু গ্যাস না থাকায় ভাড়া পাওয়া যাচ্ছে না। ফলে ঋণের কিস্তি পরিশোধে চরম বিপাকে পড়তে হচ্ছে।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন খোরশেদ আলম, আবদুস সালাম, সেলিম আমানউল্লাহ, গোলাম মোস্তফা কাজলসহ আরও অনেকে। তারা একযোগে মাননীয় প্রধান উপদেষ্টা ও জ্বালানি উপদেষ্টার কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মানববন্ধন থেকে ঘোষণা আসে, দাবি পূরণ না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।