প্রধান প্রতিবেদক:
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শনিবার (২৪ মে) দুদকের প্রধান কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দুদকের এক কর্মকর্তা জানান, মোয়াজ্জেম হোসেন উপদেষ্টার এপিএস থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে।
গত বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তদন্তে সহায়তা এবং সম্পদের উৎস যাচাইয়ের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা এবং এনআইডি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে উঠে আসার পর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে এপিএস পদ থেকে অব্যাহতি দেন।