ড. মুহাম্মদ ইউনূস যদি প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান, তবে সেটা তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে— মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সালাহউদ্দিন বলেন, “আমরা কখনোই তার পদত্যাগ দাবি করিনি। তবে যদি তিনি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে দায়িত্ব ছাড়েন, সেটিও তার ব্যক্তিগত ব্যাপার। তবে যদি তিনি দায়িত্ব পালনে অপারগ হন, তাহলে রাষ্ট্র নিজে থেকেই বিকল্প ব্যবস্থা নেবে। জনগণও বিকল্প খুঁজে নেবে।”
তিনি বলেন, “এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়। তবে আমরা আশা করি, তিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব হিসেবে বিষয়টির গুরুত্ব অনুধাবন করবেন। আমরা চাই ডিসেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের লক্ষ্যে তিনি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন।”
সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যকে স্বাগত জানিয়ে সালাহউদ্দিন বলেন, করিডোর, নির্বাচন ও সার্বিক পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ।
সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, বিএনপি কয়েক দফায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চাইলেও এখনো সময় পায়নি। তিনি জানান, “আমরা এখনো নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় আছি। কয়েকদিনের মধ্যে যদি এ বিষয়ে কোনো অগ্রগতি না হয়, তাহলে বিএনপি নিজেদের অবস্থান পর্যালোচনা করে করণীয় চূড়ান্ত করবে।