আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং এই সময়সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শুক্রবার (২৩ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন,“প্রধান উপদেষ্টা একটি সময়সীমা দিয়েছেন—ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিন এদিক-সেদিক হবার সুযোগ নেই। তাই এ নিয়ে বিভ্রান্তিমূলক কোনো আলোচনা উচিত নয়।”
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য পদত্যাগ সংক্রান্ত গুঞ্জন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন,“এই বিষয়ে যদি কিছু বলার থাকে, সেটা প্রধান উপদেষ্টার কাছ থেকেই শোনা উচিত। কিছু গুরুদায়িত্ব আছে যেগুলোর সময়সীমার সঙ্গে মাসের সম্পর্ক থাকতে পারে।”
সরকারের ওপর কোনো বিশেষ চাপ আছে কি না—এমন প্রশ্নে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন,“আমাদের কাছে একমাত্র চাপ হলো পারফর্ম করা। সেই চাপ আমরা অনুভব করি। এর বাইরে অন্য কোনো চাপ নেই।”
তিনি আরও বলেন, সচিবালয় থেকে যমুনা যাওয়া সম্ভব নয়—রাস্তায় যানজট। এ ধরনের সমস্যা আলোচনা করেই সমাধান করা সম্ভব।”
অনুষ্ঠানে পরিবেশ সংশ্লিষ্ট একাধিক উদ্যোগের কথাও জানান উপদেষ্টা। তিনি বলেন,“ঢাকার চারটি নদী—বিশেষ করে তুরাগ নদীকে দূষণমুক্ত করতে বিশ্ব ব্যাংক ও এডিবির সঙ্গে চুক্তি হয়েছে। এর বাস্তবায়ন তুরাগ থেকে শুরু হবে।”
এ ছাড়া টাঙ্গাইলের মধুপুর এলাকায় গারো সম্প্রদায়ের বিরুদ্ধে থাকা বনবিভাগের মামলা প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।
ভূমি জটিলতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৪ মে মধুপুরের সীমানা নির্ধারণের কাজও শুরু হবে।