Barisal Correspondent :
আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবিতে গৌরনদীতে ঘন্টাব্যাপী গণ-অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণ-অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।
এসময় আরও উপস্থিত ছিলেন গৌরনদী বিএনপির সদস্য সচিব শরীফ জহির উদ্দিন সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম সেন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার অবৈধ ও গণবিচ্ছিন্ন। জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্দলীয় সরকারের অধীনে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে। তা না হলে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে গণআন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচি ঘিরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল, তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।