এস.এম. পারভেজ, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে অবৈধ চেকপোস্ট বসিয়ে সাধারণ যাত্রী ও চালকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন মাহেন্দ্র, সিএনজি ও থ্রি হুইলার চালকরা। বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাস মালিক সমিতির পক্ষ থেকে নলছিটির ষাটপাকিয়া এলাকায় অবৈধভাবে চেকপোস্ট বসিয়ে তাদের যানবাহন থামিয়ে চাঁদাবাজি, গাড়ি ভাঙচুর ও চালকদের মারধর করা হচ্ছে। সাধারণ যাত্রীদেরকেও প্রায়ই লাঞ্ছিত হতে হচ্ছে।
মানববন্ধনে উপস্থিত চালক বেল্লাল গাজী, সুমন হাওলাদার ও কামাল হোসেন বলেন, “আমরা শ্রম দিয়ে পরিবার চালাই। কিন্তু প্রতিদিন রাস্তায় বের হলেই বাস মালিক সমিতির লোকজনের হয়রানির শিকার হই। এই অবৈধ চেকপোস্ট আমাদের জীবিকা হুমকির মুখে ফেলেছে।”
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
চালকরা জানান, অবিলম্বে অবৈধ চেকপোস্ট উচ্ছেদ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।