শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার ভেতর থেকে চোরাই মালামালসহ শ্যামল সিংহ (৪৬) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। বুধবার (২১ মে) দুপুরে কারখানার ক্যারেজ সপ এলাকায় তাকে ধাওয়া করে ধরা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটক শ্যামল সিংহ সৈয়দপুর শহরের ইসলামবাগ পাওয়ার হাউস এলাকার বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী শ্রী রাম রাজ সিংহ এর পুত্র।
রেলওয়ে সূত্রে জানা যায়, সম্প্রতি কারখানার সীমানা প্রাচীর টপকে প্রতিনিয়ত রেল কোচের নিচের অংশ (আন্ডার ফ্রেম) থেকে লোহা, ইস্পাত, পাইপসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি হচ্ছিল। হ্যাসকো ব্লেড দিয়ে কেটে এসব মূল্যবান সামগ্রী সরিয়ে নেওয়া হচ্ছিল নিয়মিত। দীর্ঘদিন ধরেই চুরির ঘটনায় কারখানার ক্ষতি হচ্ছিল।
চুরির ঘটনার তদন্তে ওৎ পেতে থাকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। বুধবার দুপুরে চুরি করার সময় শ্যামল সিংহকে হাতে-নাতে আটক করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে এবং জানায়, সে নিয়মিতই এ কাজ করত।
আরএনবি ইনস্পেক্টর ইলিয়াস হোসেন জানান, চুরির অভিযোগে শ্যামল সিংহের বিরুদ্ধে সৈয়দপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী আরএনবি’র হাবিলদার সাজিদুর রহমান।
তিনি আরও জানান, কারখানার গেটবাজার সংলগ্ন জাবেদ, প্রধান ফটকের পাশে এরশাদ, গোলাহাট কবরস্থান সংলগ্ন মকবুল ও আফতাব নামে আরও কয়েকজন চোরকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, “কারখানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। আটককৃত চোরকে আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”