রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাইয়ে ভূমি জবর দখলকে কেন্দ্র করে হামলায় আহত কাপ্তাই উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) শ্রম বিষয়ক সহ-সম্পাদক ফারুক খানকে দেখতে যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান। বুধবার (২১ মে) দুপুর দেড়টায় তিনি কাপ্তাই জাকির হোসেন স্মৃতি মিল এলাকায় ফারুক খানের বাড়িতে যান।
এ সময় রাঙামাটি জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ, জেলা শ্রমিকদল সভাপতি মোঃ মমতাজ উদ্দিন, জিসাসের সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর বিচার দাবি করেছেন।
ঘটনা ৭ মে দিবাগত রাতে ঘটে। ফারুক খান তার সরকারি ৫.৭ একর জমির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাতে জবর দখলকারীরা তার বাসায় গিয়ে বাধা দেয়ায় দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ফারুক খানসহ তার স্ত্রী, কন্যা, ও দুই প্রতিবেশী গুরুতর আহত হন।