সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাঙ্গামাটির বিলাইছড়িতে প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা কনফারেন্স রুমে দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, আনসার ভিডিপির প্রশিক্ষক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
সভায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে কেংড়াছড়ির ১, ২, ৩ নম্বর ওয়ার্ড, বিলাইছড়ির নল ছড়ি ও শালবাগান, ফারুয়া বাজার ও গোয়াইনছড়ির ৪ নম্বর ওয়ার্ড চিহ্নিত করা হয়। প্রয়োজন হলে আশ্রয়কেন্দ্র খোলা, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট বিতরণ ও মেডিকেল টিম প্রস্তত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এবং কমিটি ও সকলের সহযোগিতা কামনা করা হয়।