Pavipravi Representative:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) হঠাৎ করেই সফর করেছেন দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ও সরকারের পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বুধবার (২১ মে) বিকেলে পায়রা বন্দর ও কুয়াকাটা পরিদর্শন শেষে লেবুখালী হয়ে বরিশালে ফেরার পথে তিনি পবিপ্রবিতে পৌঁছান।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের আমন্ত্রণে তিনি অল্প সময়ের প্রস্তুতিতে ক্যাম্পাস পরিদর্শনে আসেন। এ সময় তাঁরা উচ্চশিক্ষার গুণগত মান, গবেষণা প্রসার, প্রশাসনিক দক্ষতা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস সংস্কৃতি গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন।
ভিসি ড. কাজী রফিকুল বলেন,
“এটি ছিল এক গৌরবময় মুহূর্ত। উপদেষ্টা যেভাবে মনোযোগ দিয়ে ক্যাম্পাস পরিদর্শন করলেন ও পরামর্শ দিলেন, তা আমাদের আগামী পথচলাকে আরও দৃঢ় করবে।”
সফরে তিনি একাডেমিক ভবন, গবেষণাগার, লাইব্রেরি, নির্মাণাধীন ছাত্রীনিবাস ও ছাত্রাবাস, ‘লাল কমল’ ও ‘নীল কমল’ লেক এবং অন্যান্য অবকাঠামো ঘুরে দেখেন। পরিস্কার-পরিচ্ছন্নতা ও নির্মাণশৈলী দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ে চালু হতে যাওয়া ‘মেরিন ফিশারিজ অ্যান্ড ওসানোগ্রাফি’ বিভাগকে সময়োপযোগী উদ্যোগ বলে উল্লেখ করেন উপদেষ্টা। লেকগুলোর অবনতি ও যাতায়াত সঙ্কটের কথা তুলে ধরে জরুরি বরাদ্দের বিষয়ে তাঁর সহযোগিতা চান উপাচার্য।
পরিকল্পনা উপদেষ্টা বলেন,
“এই অঞ্চল শিক্ষার এক সম্ভাবনাময় ভাণ্ডার। প্রাকৃতিক সৌন্দর্য, প্রশাসনিক শৃঙ্খলা এবং অবকাঠামোর অগ্রগতি দেখে আমি অভিভূত।”
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পবিপ্রবি দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষা অঙ্গনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এই সফর সেটিকে আরও এক ধাপ এগিয়ে দিল—এমনই মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।