মুক্তাগাছা প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছায় লিচু বিক্রি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই বন্ধু। এ সময় তাদের সঙ্গে থাকা প্রায় চার হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিখোঁজ হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২০ মে) রাত আনুমানিক ৮টার দিকে, মুক্তাগাছার কাকরাইদ ফরেস্ট অফিস এলাকার ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে।
আহতরা হলেন– মুক্তাগাছার কাকরাইদ ঈদুলপুর এলাকার ভ্যানচালক রফিক (পিতা: সাকাম আলী) এবং লিচু বিক্রেতা হেলাল (পিতা: হযরত আলী)।
জানা গেছে, তারা কালিবাড়ী বাজারে লিচু বিক্রি করে মোট ৪ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা পেছন থেকে এসে তাদের ভ্যানে ধাক্কা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দুর্ঘটনার পর আহতদের সঙ্গে থাকা বিক্রির টাকা ও মোবাইল ফোন খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহতদের সহায়তা করেছে। এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।”
এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।