কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগে দীর্ঘদিন ধরে চলমান শিক্ষক সংকট নিরসনে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা আগামী ১৫ দিনের মধ্যে শিক্ষক নিয়োগের রোডম্যাপ ঘোষণা না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বুধবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী তাসনিয়া ইসলাম তারিন বলেন,
“আমরা বারবার ডিন স্যারের সঙ্গে কথা বলেছি, কিন্তু তারা কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। আমরা শিক্ষার্থী, আপনারা আমাদের অভিভাবক। এইভাবে সমস্যাকে এড়িয়ে যাওয়া ঠিক না। আমরা অবিলম্বে শিক্ষক নিয়োগ চাই।”
আরেক শিক্ষার্থী ইয়াসির আরাফাত বলেন,
“কাগজে কলমে আমাদের বিভাগে ১২ জন শিক্ষক থাকলেও বাস্তবে আছেন মাত্র ৫ জন। তার মধ্যে একজন বিজ্ঞান অনুষদের ডিন, যিনি নিয়মিত ক্লাস নিতে পারেন না। ফলে প্রকৃতপক্ষে ৪ জন শিক্ষক পুরো বিভাগের ক্লাস নিচ্ছেন। এতে প্রতিটি ব্যাচের শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ পড়ছে এবং সেশনজটে পড়তে হচ্ছে।”
প্রসঙ্গত, কুবির ফার্মেসি বিভাগে ১২টি অনুমোদিত শিক্ষক পদের মধ্যে বর্তমানে ৭ জন শিক্ষক শিক্ষা ছুটিতে রয়েছেন। বাকি ৫ জন শিক্ষক দিয়ে পুরো বিভাগের একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা শিক্ষার্থীদের পাঠদানে মারাত্মক বিঘ্ন ঘটাচ্ছে।