শাহজাহান আলী মনন, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের যাদুরহাট বাড়াইপাড়া গ্রামে ডোবায় পড়ে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকেল ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—লোকমান হোসেনের ছেলে নিয়াজ (৮) এবং আব্দুর রহমানের ছেলে রিফাত (৯)। সম্পর্কে তারা চাচাতো ভাই।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
স্থানীয়রা জানান, দুপুরে দুই শিশু বাড়ির পাশের ডোবার ধারে খেলছিল। একপর্যায়ে তারা অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ডোবায় তল্লাশি চালিয়ে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।
পরিবার ও এলাকাজুড়ে শোক
একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছে স্বজনরা।
স্থানীয় প্রশাসনের প্রতিক্রিয়া
চাপড়া সরমজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম শাহ ফকির বলেন,
“এটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা। পরিবার দু’টির পাশে আমরা রয়েছি এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।”
Police statement
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর সাঈদ বলেন,
“খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি সত্যিই হৃদয়বিদারক। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”