Staff Correspondent:
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে সব ধরনের দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী ইশরাক হোসেন।
বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক এ আহ্বান জানান। তিনি লিখেন, “গণতান্ত্রিক ভাষায়, রাজনৈতিক শিষ্টাচার মেনে এবং যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সব দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। যেহেতু এটা প্রতীয়মান যে, আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত এবং হয়তো আগামীতে সরাসরি যুক্ত হবেন, এমনকি নির্বাচনে অংশ নেবেন—তাহলে পদত্যাগই হবে সঠিক পদক্ষেপ। এতে আপনাদের নিয়ে রাজনৈতিক বিতর্কের অবসান ঘটবে।”
তিনি আরও লেখেন, “আপনাদেরই নাহিদ ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটাই অনুসরণ করুন। তিনি চাইলে হয়তো আরও কিছুদিন মন্ত্রিত্ব করে তারপর এনসিপিতে যেতে পারতেন। কিন্তু রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে আগে পদত্যাগ করেছেন। অতীতে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহরাও রাজনৈতিক সিদ্ধান্তে মন্ত্রিত্ব গ্রহণ করেননি। এটাই সম্মানজনক পথ।”
ইশরাক বলেন, “আপনারা পদত্যাগ করলে বর্তমান সরকারের নিরপেক্ষতার ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। রাজনৈতিক অভিজ্ঞতা অর্জনে সরাসরি দলীয় ও সাংগঠনিক কাজে যুক্ত হওয়াই আপনাদের জন্য দেশ ও জনগণের কল্যাণে উত্তম পথ হতে পারে।”
পোস্টে নিজের বিরুদ্ধেও ওঠা সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নিশ্চয়ই অনেকে বলবেন, অবৈধভাবে মেয়র হতে চেয়ে আমি আন্দোলনের মাধ্যমে জনভোগান্তি তৈরি করেছি। কিন্তু আমি তা করিনি ক্ষমতার লোভে। জনগণকে বোঝানোর জন্য এটা ছিল রাজনৈতিক প্রয়োজনে গৃহীত একটি সিদ্ধান্ত।”
এদিকে, ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ নিতে আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আন্দোলনরত কর্মচারী ও নাগরিক সংগঠন ‘আমরা ঢাকাবাসী’। শপথ গ্রহণ না করলে ঢাকা অচল করার হুমকি দিয়েছেন তারা। একইসঙ্গে ডিএসসিসির পাঁচটি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বর্জ্য অপসারণসহ সকল নাগরিক সেবা বন্ধের ঘোষণাও দেওয়া হয়েছে।
গত ১৪ মে থেকে নগর ভবন অবরোধ করে আন্দোলন চালিয়ে আসছেন কর্মচারীরা। আজই এ বিষয়ে হাইকোর্টে করা রিট আবেদনের রায় ঘোষণার কথা রয়েছে।