শাহাদাৎ বাবু, নোয়াখালী:
গাজায় চলমান গণহত্যা ও বিশ্বব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, র্যালি, পথসভা ও হ্যান্ডবিল বিতরণ কর্মসূচি পালন করেছে নোয়াখালী জেলা হেযবুত তওহীদ.
সোমবার (১৯ মে) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি শুরু হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধন ও সংক্ষিপ্ত পথসভায় পরিণত হয়।
বক্তব্যে মুসলিম ঐক্যের আহ্বান
পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা হেযবুত তওহীদের সভাপতি আশিক মিয়া। তিনি বলেন:
“আজ যখন মুসলিম বিশ্ব দলাদলি আর বিভেদে ব্যস্ত, তখন ফিলিস্তিনে হাজার হাজার শিশু, নারী ও নিরীহ মানুষ প্রতিদিন হত্যার শিকার হচ্ছে। ঘরবাড়ি, হাসপাতাল, এমনকি মসজিদও নিরাপদ নয়। মৃতদেহ দাফনের মতো লোকও মিলছে না।”
তিনি আরও বলেন:
“বিশ্ব মুসলিম জাতিকে আজ ঐক্যবদ্ধ হতে হবে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ কালেমার পতাকাতলে। দলাদলি, ফেরকা ও বিভেদের রাজনীতি ত্যাগ করে কেবল আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা গ্রহণ করলেই মুক্তির পথ সুগম হবে।”
নারী নেতৃত্বসহ বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের অংশগ্রহণ
মানববন্ধন ও সভায় আরও বক্তব্য রাখেন:
- নাজমা আক্তার – জেলা নারী বিষয়ক সম্পাদক
- তাহমিনা খানম রূপা – সহকারী নারী সম্পাদক
- সাহেদুর রহমান সাহেদ – বেগমগঞ্জ উপজেলার সভাপতি
- মো. মইন উদ্দিন – কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি
- আব্দুল মান্নান – সুবর্ণচর উপজেলার সভাপতি
- মো. হাজী বেল্লাল – হাতিয়া উপজেলার সভাপতি
র্যালি ও পথসভায় দুই শতাধিক নারী-পুরুষ নেতাকর্মী প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নেন।
জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
অনুষ্ঠান শেষে গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধে মুসলিম জাতির করণীয় বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ করা হয়।