Staff Reporter:
ফরিদপুরের সদরপুর উপজেলায় অনলাইন পোর্টালে প্রকাশিত ‘ভিত্তিহীন’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দুবাইপ্রবাসী সাগর আহম্মেদ ওরফে ফাইজুর। সোমবার (১৯ মে) দুপুর ১২টার দিকে সদর ইউনিয়নের পশ্চিম শ্যামপুর গ্রামে নিজ বাড়িতে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
লিখিত বক্তব্যে সাগর আহম্মেদ জানান, তার চাচাতো ভাই সিহাব শেখ (১৭) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িত। একজন অভিভাবক হিসেবে তিনি সিহাবকে সৎ পথে ফেরাতে শাসন করতেন, যা থেকে বিরূপ মনোভাব পোষণ করে সিহাব ও তার মা লিমা বেগম।
তিনি দাবি করেন, প্রতিশোধ নিতে লিমা বেগম গত ১৬ মে তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা, স্বর্ণালঙ্কার ছিনতাই ও মারধরের অভিযোগ এনে সদরপুর থানায় একটি ‘মিথ্যা’ মামলা দায়ের করেন। এরপর একটি অনলাইন নিউজ পোর্টালেও এই অভিযোগ ভিত্তিক সংবাদ প্রকাশ করা হয়, যা তিনি ‘সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর’ বলে দাবি করেন।
সাগর আহম্মেদ বলেন, “এলাকার কিছু অসাধু ব্যক্তির মদদে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এতে আমার সামাজিক মর্যাদা, পারিবারিক মান-সম্মান ও প্রবাস জীবনের নিরাপত্তা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকর্মীদের কাছে প্রকৃত সত্য প্রকাশ এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।