Shahjahan Ali Manon, Nilphamari District Representative:
নীলফামারীর জলঢাকা উপজেলায় সুমি রানী রায় (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ মে) দুপুরে উপজেলার কাঠালী ইউনিয়নের হাগুড়ারডাঙ্গা কবিরাজপাড়া গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমি রানী রায় ওই গ্রামের দিনমজুর রাজকুমার রায়ের মেয়ে। অভাবের তাড়নায় সুমি উত্তরা ইপিজেডের একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে ঘটনার তিন দিন আগে থেকে তিনি কর্মস্থলে যাচ্ছিলেন না।
পরিবারের সদস্যরা জানান, তারা সবাই কাজে ব্যস্ত থাকায় সুমির আচরণে তেমন কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি। তবে হঠাৎ করেই কাজে না যাওয়া এবং এরপর এই ঘটনা তাদের স্তব্ধ করে দিয়েছে। ধারণা করা হচ্ছে, ঘরের তীরের সঙ্গে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছেন কিশোরী সুমি।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, “মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
স্থানীয়দের মতে, পরিবারে অভাব-অনটন এবং নীরব মানসিক চাপ কিশোরীদের মতো কোমল বয়সী মেয়েদের জীবনে চরম প্রভাব ফেলছে, যা সামাজিকভাবে ভাবনার বিষয়।