Utfal Barua, Sylhet:
সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মমিত ইসলাম। তিনি এর আগে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শনিবার (১৭ মে) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত দলীয় প্যাডে এই অনুমোদন প্রদান করা হয়।
ছাত্রদলের সহ-সভাপতি পদমর্যাদার দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ববর্তী আহ্বায়ক জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এই পরিবর্তন আনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী মমিত ইসলামকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল বলেন, “মমিত ভাইয়ের নেতৃত্বে আমরা আরও সুসংগঠিতভাবে আন্দোলন সংগ্রামে অগ্রসর হবো। এই সিদ্ধান্তে আমরা আনন্দিত ও উজ্জীবিত।”