মো. জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ শেষ হয়েছে। শুক্রবার (১৭ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৩৫১ জন শিক্ষার্থী এ আবেদন করেন।
গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক ও মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ জানান, আজ (১৮ মে) থেকে ওএমআর শিট মূল্যায়ন শুরু হয়েছে। পর্যালোচনা শেষে আয়োজক কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গুচ্ছের তিন ইউনিটে বিভিন্ন ত্রুটির কারণে ‘এ’ ইউনিটের ৩৯ জন, ‘বি’ ইউনিটের ১৭ জন এবং ‘সি’ ইউনিটের ৬ জন শিক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, ‘সি’ ইউনিটের পরীক্ষা হয় ২৫ এপ্রিল, ‘বি’ ইউনিটের ২ মে এবং ‘এ’ ইউনিটের ৯ মে। গুচ্ছ পদ্ধতিতে এবার ছিল পঞ্চমবারের মতো ভর্তি পরীক্ষা। এতে অভিন্ন প্রশ্নপত্রে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর ‘এ’ ইউনিটে পাস করেছেন ৫৭,৪২৫ জন (পাসের হার ৪৫.৭৪%), ‘বি’ ইউনিটে ৩১,৬৪১ জন (৪৬.৭৯%) এবং ‘সি’ ইউনিটে ১৩,৬৬০ জন (৬৩.৩৫%)। ফল প্রকাশিত হয় যথাক্রমে ২৮ এপ্রিল (‘সি’), ৫ মে (‘বি’) এবং ১৩ মে (‘এ’ ইউনিট)।
পুনঃনিরীক্ষার পর যদি কোনো শিক্ষার্থীর ফল উন্নত হয়, তবে আবেদনকারীকে ফেরত দেওয়া হবে নির্ধারিত আবেদন ফি—২,০০০ টাকা।