চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আটক করা হয়েছে। রোববার (১৮ মে) সকালে থাইল্যান্ড যাওয়ার পথে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় একটি ‘হত্যাচেষ্টা’ মামলা রয়েছে। মামলায় তাকে ‘বৈষম্যবিরোধী আন্দোলনের’ বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থায়নে সহযোগিতার অভিযোগে আসামি করা হয়েছে।
বিকেল সাড়ে ৩টার দিকে ডিবির যুগ্ম কমিশনার (অ্যাডমিন) নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, “নুসরাত ফারিয়াকে আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “হ্যাঁ, আমাদের থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তবে এখনও তাকে আমাদের হেফাজতে হস্তান্তর করা হয়নি। শুনেছি তাকে গোয়েন্দা বিভাগে নেওয়া হচ্ছে।”
ঘটনার পরপরই নুসরাত ফারিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন শুরু হয়েছে। তবে এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।