সদরুল আইন:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি চলছে নগরভবনের সামনে।
রবিবার (১৮ মে) সকাল থেকেই ‘ঢাকাবাসী’ ব্যানারে শত শত সমর্থক নগরভবনের প্রধান ফটকের সামনে জড়ো হন এবং অবস্থান নেন। এতে করে সেবা গ্রহণ করতে আসা অনেক নাগরিক নগরভবনে প্রবেশ করতে পারছেন না।
ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমর্থকরা এসে নগরভবনের সামনে জড়ো হচ্ছেন। তারা ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘শপথ নিয়ে তালবাহানা চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’—ইত্যাদি স্লোগানে মুখর করে তুলেছেন পুরো এলাকা।
আদালতের রায় ও শপথ জটিলতা
শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, “নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা দায়ের করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে তা থামানোর চেষ্টা করেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। আমরা সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে রায় পেয়েছি। এখন কেউ যদি এ রায় নিয়ে প্রশ্ন তোলে, তাহলে সেটা আদালত অবমাননার শামিল।”
তিনি আরও বলেন, “গেজেট প্রকাশের পর ২০ দিন পার হয়ে গেলেও আমাকে এখনো শপথ করানো হয়নি। অথচ আমরা শপথ নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত।”
পটভূমি
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। কিন্তু চলতি বছরের ২৭ মার্চ আদালতের এক রায়ে তাপসের মেয়র পদ বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করা হয়।
এরপর নির্বাচন কমিশন ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে গেজেট প্রকাশ করে। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি, যা নিয়ে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে।