সংবাদ প্রতিবেদন:
Monir Hossain, Benapole Correspondent:
যশোরের শার্শা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) রাতের দিকে উপজেলার শ্যামলাগাছি মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর ডাঙ্গীর গ্রামের নজির আলীর ছেলে আবু সাঈদ (২০), ইউনুস আলীর ছেলে ইমন হোসেন (২১), নুরুজ্জামানের ছেলে শাকিল (১৬), শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের ইউনুসের ছেলে আব্দুল্লাহ (২৪) এবং শ্যামলাগাছি গ্রামের নুর মোহাম্মদ (৩৫)। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহতদের স্বজনদের ভাষ্য মতে, বেপরোয়া গতিতে চলা দুই মোটরসাইকেল শ্যামলাগাছি মাদ্রাসার সামনে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে মোটরসাইকেলে থাকা পাঁচজনই ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রেরক:
মো. মনির হোসেন