ক্রাইম রিপোর্টার:
রংপুরে আলোচিত আশা মনি হত্যা মামলার প্রধান আসামি মোখলেছুর রহমান হাসুকে গ্রেফতার করেছে কোতয়ালি থানা পুলিশ। গত ১৫ মে (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মিঠাপুকুর থানার মৌলভীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় মিঠাপুকুর থানা পুলিশ তাদের সহায়তা করে।
গ্রেফতারকৃত মোখলেছুর রহমান হাসু (২৯) রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের কুর্শা বলরামপুর গ্রামের মোঃ সাইদুল ইসলামের ছেলে।
আশা মনি হত্যা মামলা রংপুর কোতয়ালি থানার মামলা নং-০১, তারিখ-০১/০৫/২০২৫, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ১১(ক)/৩০ ধারায় দায়ের করা হয়।
মামলার পটভূমি:
মামলার বিবরণে জানা যায়, চার বছর আগে ইসলামী শরিয়ত অনুযায়ী পারিবারিকভাবে মোছাঃ আশা মনির (২২) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোখলেছুর রহমান হাসু। বিয়ের পর তাদের একটি কন্যাসন্তান জন্ম নেয়।
তবে বিয়ের পর থেকেই হাসু ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে আশা মনির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন। মেয়ের সুখের কথা চিন্তা করে বাদী তার জামাতাকে ৫০,০০০ টাকা এবং প্রায় ৩০,০০০ টাকার আসবাবপত্র দেন।
কিন্তু এরপরও নির্যাতন বন্ধ হয়নি। গত ৩১ মার্চ রাত ১১টার দিকে যৌতুকের ১ লাখ টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করায় হাসু ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দেশীয় তৈরি ধারালো চাইনিজ কুড়াল দিয়ে স্ত্রী আশা মনির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে।
পরিবারের সদস্যরা এসে মুমূর্ষু অবস্থায় আশাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এক মাস চিকিৎসাধীন থাকার পর গত ৩০ এপ্রিল সকাল ৭টায় হাসপাতালেই তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, মামলাটি সুষ্ঠু তদন্ত শেষে ন্যায়বিচারের স্বার্থে যথাসময়ে আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে।