Saiful Islam, Baufal Correspondent:
পটুয়াখালীর বাউফলে জাতীয়তাবাদী কৃষক দলের নাজিরপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেল ৫টায় নাজিরপুর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি আয়োজন করে ইউনিয়ন কৃষক দল।
নাজিরপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোঃ মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ কে এম মিজানুর রহমান লিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
- বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাজী পলাস
- বাউফল উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট গাজী জাহাঙ্গীর হোসেন তারা
- সদস্য সচিব সোহেল আকন
- পৌর কৃষক দলের নেতা মোঃ সায়েম কাজী
এছাড়াও স্থানীয় বিএনপি ও কৃষক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।
সভায় বক্তারা বলেন, কৃষকদের অধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে হবে। এই উদ্দেশ্যেই ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিকভাবে কর্মী সমাবেশ আয়োজন করা হচ্ছে।