Barisal Correspondent :
বরিশালের বাকেরগঞ্জে ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম সৌরভ দত্ত, তিনি উপজেলার কলসকাঠি ইউনিয়নের বেবাজ গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ‘সৌরভ লিও’ নামে একটি ফেসবুক আইডি থেকে শুক্রবার বিকেলে ইসলাম ও মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর একটি পোস্ট করা হয়। পোস্টটিতে সৌরভ দত্তের প্রোফাইল ছবি ও পরিচয় সংযুক্ত থাকায় ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
সমপ্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ
স্থানীয় মুসলমানরা জানান,
“আমরা হিন্দু-মুসলমান মিলেমিশে বসবাস করি। কিন্তু সৌরভ দত্ত ইচ্ছাকৃতভাবে সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র করছে।”
আইনি পদক্ষেপ
বাকেরগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন,
“মহানবীকে নিয়ে আপত্তিকর একটি স্ট্যাটাস দেয়া হয়েছে ‘সৌরভ লিও’ আইডি থেকে। অভিযুক্ত সৌরভ দত্ত বিষয়টি অস্বীকার করে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্তাধীন।”
স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে।