Faridpur Correspondent :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজার সংলগ্ন শেলাহাটি গ্রামে অবস্থিত একটি অবৈধ শিশু খাদ্য কারখানায় যৌথ বাহিনীর অভিযানে মালিককে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) রাতে বোয়ালমারী সেনা ক্যাম্প ও থানা পুলিশের যৌথ অভিযানে, মো. আশরাফ মল্লিক (২৭) নামে এক ব্যক্তি ভেজাল শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে আটক হন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ১৩ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা O ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী। তিনি জানান, আশরাফ মল্লিক দীর্ঘদিন ধরে রিজিয়া আইসক্রিম ফ্যাক্টরির আড়ালে অস্বাস্থ্যকর পরিবেশে নকল শিশু খাদ্য উৎপাদন করে বাজারজাত করে আসছিলেন।
অভিযানে বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য জব্দ ও ধ্বংস করা হয়। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান সারাদেশব্যাপী অব্যাহত থাকবে।
ভেজাল খাদ্যের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি আরও জোরদার হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।