মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের অভিযানে চোরাই গরু উদ্ধার এবং আইনশৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে দুই কিশোরকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
বুধবার (১৫ মে) মধ্যনগর উপজেলা সদর ভবনের সামনে একটি ব্রিজের নিকট থেকে প্রায় ৯০ হাজার টাকা মূল্যের দুটি চোরাই গরু উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় উপজেলার পাৎক্ষুড়া গ্রামের মোঃ এনামুল মিয়া (১৭) ও মোঃ আরাফাত হোসেন ওরফে মুক্ত হাসান (১৭)-কে আটক করা হয়।
চামরদানী ইউনিয়নের শাজদাপুর গ্রামের ইসলাম উদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে, তার ভিত্তিতে মধ্যনগর থানায় মামলা (নং-০২, তারিখ: ১৫/০৫/২০২৫) রুজু করা হয়। মামলা রুজু হয়েছে দণ্ডবিধি ১৮৬০ এর ৩৭৯ ধারায়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম জানান, আটক দুই কিশোরকে ‘আইনের সহিত সংঘাতে জড়িত’ হিসেবে চিহ্নিত করে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ স্বজীব রহমান ও সিনিয়র এসআই আসাদ ইসলাম।