Satyajit Das (Moulvibazar Correspondent):
বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ৮ থেকে ১৪ মে ২০২৫ পর্যন্ত সারাদেশে বিভিন্ন অপরাধে জড়িত ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীসহ দেশের নানা স্থানে পরিচালিত এই অভিযানে ধরা পড়েছে হত্যা মামলার আসামি, সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, চোরাকারবারী, দালাল চক্রের সদস্য, এমনকি সরকারি সম্পদ ধ্বংসে জড়িত অপরাধীরাও।
গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮৭টি গুলি, ৫টি ককটেল বোমা, ৬টি হাতবোমা, বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র, চোরাই মোবাইল, জাল পাসপোর্ট, নকল খাদ্যদ্রব্য, অবৈধ চিনি, মসলা, ওষুধ এবং নগদ অর্থ। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয় পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেড ইউনিটসমূহের মাধ্যমে। অভিযানে র্যাব,পুলিশ ও অন্যান্য সংস্থাও অংশ নেয়।
এছাড়া সেনাবাহিনী দেশের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণ এবং বুদ্ধ পূর্ণিমার মতো ধর্মীয় উৎসব নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা ও নজরদারির কাজ করেছে। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় এই ধারা চলমান থাকবে। একই সঙ্গে,সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে তথ্য দিতে জনগণকে স্থানীয় সেনা ক্যাম্পে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
এই ধরনের সুসংগঠিত ও সমন্বিত অভিযান দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীর অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ।