মোঃ মামুন মোল্লা, খুলনা ব্যুরো প্রধান:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব গাজী মোহাম্মদ শাহেদ আনোয়ার বলেছেন, “কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দেশের যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলাই সরকারের একটি মহৎ লক্ষ্য। দক্ষতা নিয়ে বিদেশ গেলে শুধু অর্থ নয়, সম্মান ও স্থিতিশীল ভবিষ্যৎও অর্জন সম্ভব।”
বৃহস্পতিবার (১৫ মে) সকালে তিনি খুলনার মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং দুপুরে খুলনা টিটিসি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উভয় প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেড ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন খুলনা টিটিসির অধ্যক্ষ জিয়াউর রহমান ও মহিলা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফিরোজ হাসানসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ফুড অ্যান্ড বেভারেজ ট্রেডের শিক্ষার্থীরা স্বাগত জানাতে নিজ হাতে প্রস্তুতকৃত ম্যাঙ্গো জুস উপসচিবকে পরিবেশন করেন।
উপসচিব গাজী মোহাম্মদ শাহেদ আনোয়ার বলেন, “অনেকেই এখনো জানেন না, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কী ধরনের দক্ষতা ও সুবিধা পাওয়া যায়। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মসজিদের খুতবা বা অন্যান্য ধর্মীয় প্ল্যাটফর্মে ইমামদের মাধ্যমে প্রচার চালানো যেতে পারে।”
তিনি ঢাকায় ফিরে মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সংক্রান্ত দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।
বিদেশগামীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা এমনভাবে আচরণ করবেন, যাতে সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশের শ্রমিকদের প্রতি আস্থা বাড়ায় এবং ভবিষ্যতে আরও বেশি লোক নিতে আগ্রহী হয়। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখুন।”