স্টাফ রিপোর্টার, হোমনা (কুমিল্লা):
কুমিল্লার হোমনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া বাইতুস সালাম জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মসজিদের তালা ভেঙে প্রবেশ করে মাইকের মেশিন, আইপিএস, দুটি সোলার ব্যাটারি ও দুটি সাউন্ডবক্সসহ আনুমানিক ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে।
চুরির এ ঘটনাটি ঘটে মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে.
মসজিদের ইমাম মুফতি সাঈদুর রহমান Tell me, “ফজরের আযান দিতে গিয়ে দেখতে পাই মাইকের ব্যাটারি নেই এবং মসজিদের ভেতর অন্ধকার। সবকিছু এলোমেলো পড়ে আছে। বিদ্যুতের সুইচ অন করেও আলো না জ্বলে বুঝতে পারি কিছু একটা ঘটেছে। তখনই মসজিদের সভাপতি ও মুসল্লিদের খবর দিই।”
মসজিদের সভাপতি এবং হোমনা প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার Said, “ফজরের সময় ঘটনাটি জানার পর মসজিদে এসে দেখি তিনটি তালা ভাঙা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। চুরি হয়েছে মাইকের মেশিন, ব্যাটারি, আইপিএস, দুটি সোলার ব্যাটারি ও দুটি সাউন্ডবক্স। আমরা বিষয়টি হোমনা থানায় লিখিতভাবে জানিয়েছি।”
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পর আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় মুসল্লিরা জানান, মসজিদে এমন চুরির ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।