মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী মহালক্ষীপাড়া সিনিয়র মাদ্রাসার (এডহক) কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এবং জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম.
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী তিন সদস্য বিশিষ্ট এই কমিটি ৮ মে অনুমোদন পায়। বোর্ড চেয়ারম্যানের নির্দেশে রেজিস্ট্রার (প্রশাসন) স্বাক্ষরিত চিঠিতে কমিটির মেয়াদ ৬ মাস নির্ধারণ করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন—মাদ্রাসার অধ্যক্ষ (সদস্য সচিব), সাধারণ শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ গোলাম কিবরিয়া এবং অভিভাবক সদস্য হিসেবে মাসেকুল ইসলাম রোমান.
মাদ্রাসা সংশ্লিষ্ট শিক্ষক-অভিভাবক ও এলাকাবাসীরা নবনির্বাচিত সভাপতির প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, “মাওলানা রেজাউল করিম একজন সৎ, যোগ্য, দক্ষ এবং বিনয়ী মানুষ। তাঁর নেতৃত্বে মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা বিশ্বাস করি।”
মাওলানা রেজাউল করিম Said, “আমি সততার সাথে নিরলস পরিশ্রম করে এ প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যেতে চাই। এ দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি, সে জন্য আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ।”