Representative of Bidhan Mandal (Faridpur):
বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে ফরিদপুরের সালথায় মো. নাঈম মুন্সী (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৪ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৩ মে) গভীর রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে অভিযান চালিয়ে নাঈমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নাঈম মুন্সী মাঝারদিয়া গ্রামের পলাশ মুন্সীর ছেলে ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন সালথা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা নাঈম মুন্সীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলার ওয়ারেন্ট রয়েছে। এ ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় দায়ের করা একটি মামলায়ও তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।