এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা:
সাতক্ষীরায় বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ৮১ হাজার ৬৬০ টাকা মূল্যের ভারতীয় মাদক ও বিভিন্ন পণ্য জব্দ করেছে। অভিযানে এক হাজার পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেটসহ বেশ কিছু চোরাচালানী মালামাল আটক করা হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
বুধবার (১৪ মে) সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্ত এলাকা—ভোমরা, কুশখালী, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়ায় এই অভিযান পরিচালনা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক.
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক হাজার পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট জব্দ করা হয়।
এছাড়া পৃথক অভিযানে জব্দকৃত অন্যান্য মালামালের মধ্যে রয়েছে:
- ভোমরার ঘোষপাড়া: ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি
- কুশখালী সীমান্ত: ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি
- কাকডাঙ্গা সীমান্ত: ১,৫৬,৬৬০ টাকা মূল্যের ভারতীয় ইমিটেশনের গহনা
- মাদরা সীমান্ত: ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ
- চান্দুরিয়া সীমান্ত: ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি
তিনি আরও জানান, আটককৃত মোট ৪,৮১,৬৬০ টাকার মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। অপরদিকে, জব্দকৃত মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে জনসম্মুখে ধ্বংসের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান দমন এবং মাদক প্রতিরোধে তাদের নিয়মিত তৎপরতা অব্যাহত থাকবে।