বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (১৪ মে) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়ে প্রধান ফটক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
“সাম্য হত্যাকাণ্ড পরিকল্পিত”— বক্তাদের অভিযোগ
সমাবেশে বক্তারা বলেন, ১৩ মে দিবাগত রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদল নেতা সাম্যকে কুপিয়ে হত্যা করা হয়। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ছাত্ররাজনীতিকে দমন করার উদ্দেশ্যে পরিচালিত ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ।
ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য আরিফ হোসেন শান্ত বলেন,
“সর্বোচ্চ বিদ্যাপীঠে প্রকাশ্যে একজন মেধাবী ছাত্রনেতা হত্যার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সাম্য হত্যাকাণ্ড চলমান দমন-পীড়নের ধারাবাহিকতা।”
“হত্যাকারীদের গ্রেপ্তার ও উপাচার্যের পদত্যাগ দাবি”
সমাবেশে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা আজমাইন সাকিব বলেন,
“শাহরিয়ার সাম্যর খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা বারবার হামলার শিকার হচ্ছি, অথচ প্রশাসন নীরব। উপাচার্যকে এর দায় নিতে হবে, আমরা তাঁর পদত্যাগ দাবি করছি।”
প্রতিবাদ সমাবেশে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।