Joypurhat District Representative:
জয়পুরহাটের আক্কেলপুরে শ্লীলতাহানির অভিযোগে আলম( ৫০) নামের একজনকে বেধড়ক মারধর করে মামলা দিয়ে জেলে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
বুধবার (১৪ মে) দুপুরে আক্কেলপুর উপজেলার চকবিলা গ্রামে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয় শতাধিক এলাকাবাসী।
মানববন্ধনে তারা বলেন, আলম এক শিশুকে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ দিয়ে তাকে যেভাবে মারধর করে তাকে গুরুতর আহত করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তা সম্পূর্ণ মিথ্যা। তারা বলেন, স্থানীয় ইউপি সদস্য টাকার লোভে পূর্ব শত্রুতা যে ধরে এই আলমকে মিথ্যা অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে পুলিশে তুলে দেন। আমরা স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই।
যে মামলায় বৃদ্ধকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই মামলার সাক্ষী রেহেনা পারভিন (৪৫) মানববন্ধনে অংশ নিয়ে বলেন, আমি এই ঘটনার কিছু দেখিনি, কিছু জানি না অথচ আমাকে মামলার সাক্ষী করানো হয়েছে, আমি এটা জানার পর কোর্টে গিয়ে আমি এফিডেভিট করে দিয়ে এসেছি। তিনি বলেন যে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা আইয়ুব খান, ইয়াকুব আলী, জহুরা বেগমসহ কয়েকজন বলেন, আমরা সকলেই এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের ইউপি সদস্য রেজোয়ান চৌধুরী বলেন, তারা আমার বিষয়ে যে অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, এ ঘটনা জানাজানি হওয়ার পর তাকে কিছু মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
উল্লেখ যে, গত মাসের ১২ তারিখে আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর এলাকার ৭ বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ একই উপজেলার চকবিলা গ্রামের মৃত ছামির উদ্দিনের ছেলে আলমকে পরেরদিন এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় আদালতে নারী শিশু দমন নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। আসামী আলম এখন জেলে রয়েছেন।