(Joypurhat) District Representative:
জয়পুরহাটে ক্ষেতলালে জামিন নিতে গিয়ে কারাগারে গেলেন ইউপি চেয়ারম্যানসহ দুই আওয়ামী নেতা।
মঙ্গলবার (২২ মে) দুপুরে জয়পুরহাট আদালতে হাজিরা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হামলা মামলার জামিন চাইলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মজিবুর রহমান জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তারা হলেন, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শামীম (৩৬) এবং মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী রতন।
জয়পুরহাট জজ আদালতের প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহিনুর রহমান বলেন, মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী রতন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী বিশাল, মেহেদী হত্যা ও ছাত্র-জনতার ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি। তারা আগেই হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা জয়পুরহাট আদালতে হাজির হয়ে আবার জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান পিপি।