Mohammad Masud Majumder:
কুমিল্লার বরুড়া উপজেলায় ‘মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪’ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের SIMCBP (Supporting Implementation of Mother and Child Benefit Programme) প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নু-এমং মারমা মং।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জেসমিন আরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা আক্তার, বরুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিনুর রহমান খান, ভাউকসার ইউপি চেয়ারম্যান আহমেদ জামাল মাসুদ, গালিমপুর ইউপি চেয়ারম্যান মোঃ বাচ্চু মিয়া এবং পৌরসভার প্রধান সহকারী মোঃ সগির হোসেন।
এ ছাড়া বরুড়ার বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ইউপি সচিব, উদ্যোক্তা এবং স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় বক্তারা বলেন, মা ও শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় সরকারের এই সহায়তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কার্যকর বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।