Maruf Sarkar, reporter:
প্রকৌশলী মো. শফিকুল ইসলাম খান (এফ/৬১৯০), ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর প্রাক্তন কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, তার মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে আইইবি কর্তৃপক্ষ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে আইইবি জানায়, গত ১০ মে ২০২৫, শনিবার বিকাল ৩টায় রমনার আইইবি সদর দফতরে প্রেসিডেন্টের আহ্বানে অনুষ্ঠিত হয় একটি Extra-Ordinary General Meeting (EOGM)। উক্ত সভায় যোগ দিতে আসা প্রকৌশলীদের ওপর কাইউম-হাবলু-মাহফুজ-ফজলু গং-এর প্রত্যক্ষ নেতৃত্বে বহিরাগত প্রায় ১০০ থেকে ১৫০ জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে হামলা চালায়।
হামলায় ব্যবহৃত হয় ইট-পাটকেল, গরম পানির কেটলি এবং মরিচের গুড়া। ভয়াবহ এই সহিংসতায় প্রকৌশলীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুতর আহত হন। আহতদের মধ্যে প্রকৌশলী মো. শফিকুল ইসলাম খান ছিলেন অন্যতম, যিনি পরবর্তীতে স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১২ মে সকাল ১০টায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর প্রকৃত কারণ
আইইবি কর্তৃপক্ষ জানায়, স্কয়ার হাসপাতালের মৃত্যু সনদ অনুযায়ী প্রকৌশলী শফিকুল ইসলাম খানের মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে Massive Hemorrhage। এই তথ্যই প্রকৃত এবং নির্ভরযোগ্য।
আইইবির দাবি
প্রকৌশলী শফিকুলের মৃত্যুকে কেন্দ্র করে কিছু কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আইইবি এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, প্রকৃত ঘটনা আড়াল করে সামাজিক বিভ্রান্তি সৃষ্টি ও প্রকৌশলী সমাজে বিভাজন আনতে এসব অপচেষ্টা চালানো হচ্ছে।
আইইবি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। পাশাপাশি সকল প্রকৌশলী ও গণমাধ্যমকর্মীদের সত্য তথ্য প্রচার ও অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছে।