বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ শাইরা শারমিনকে থাইল্যান্ড সফরে যেতে বাধা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি৩২২ ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ থেকে তাকে আটকে দেওয়া হয়।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, চেক-ইন ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করার পরও তাকে ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। তবে কী কারণে তাকে থামিয়ে দেওয়া হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইমিগ্রেশন বা আইনশৃঙ্খলা বাহিনী।
শেখ শাইরা শারমিন ,শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং শেখ তন্ময়ের বড় বোন। শেখ হেলাল ও শেখ তন্ময় উভয়েই পতিত আওয়ামী লীগের বাগেরহাট-১ ও বাগেরহাট-২ আসনে সংসদ সদস্য ছিলেন।