আগামী ঈদুল আজহাকে কেন্দ্র করে বাসের অগ্রিম টিকিটে যাত্রীপ্রতি অতিরিক্ত ২০০ টাকা ভাড়া নেওয়ার প্রস্তাব দিয়েছে বাস মালিকরা। সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এ প্রস্তাব তুলে ধরে।
সংগঠনের কার্যকরী সভাপতি এম এ বাতেন বলেন, “ঈদের আগে ৭ দিন ও পরে ৭ দিন – এ দুই সপ্তাহের জন্য অতিরিক্ত ২০০ টাকা ভাড়া চেয়েছি। এটা কোনো স্থায়ী ভাড়া বৃদ্ধির প্রস্তাব নয়। ঢাকা থেকে বাস যাত্রী নিয়ে বেরিয়ে ফিরে আসার সময় ফাঁকা আসলে আমাদের বড় ক্ষতি হয়। সেই ক্ষতি পুষিয়ে তুলতেই এই প্রস্তাব।”
তবে এ সময় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট বা ময়মনসিংহের মতো রুটে ঈদের সময় যাত্রী আসে-যায় দুই দিকেই। তাই আগে একটি নিরপেক্ষ সমীক্ষা করা উচিত বলে মনে করি।”
এই প্রস্তাব এখনো চূড়ান্ত নয়। সরকার বা সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।
আগামী ঈদুল আজহাকে কেন্দ্র করে বাসের অগ্রিম টিকিটে যাত্রীপ্রতি অতিরিক্ত ২০০ টাকা ভাড়া নেওয়ার প্রস্তাব দিয়েছে বাস মালিকরা। সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এ প্রস্তাব তুলে ধরে।
সংগঠনের কার্যকরী সভাপতি এম এ বাতেন বলেন, “ঈদের আগে ৭ দিন ও পরে ৭ দিন – এ দুই সপ্তাহের জন্য অতিরিক্ত ২০০ টাকা ভাড়া চেয়েছি। এটা কোনো স্থায়ী ভাড়া বৃদ্ধির প্রস্তাব নয়। ঢাকা থেকে বাস যাত্রী নিয়ে বেরিয়ে ফিরে আসার সময় ফাঁকা আসলে আমাদের বড় ক্ষতি হয়। সেই ক্ষতি পুষিয়ে তুলতেই এই প্রস্তাব।”
তবে এ সময় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট বা ময়মনসিংহের মতো রুটে ঈদের সময় যাত্রী আসে-যায় দুই দিকেই। তাই আগে একটি নিরপেক্ষ সমীক্ষা করা উচিত বলে মনে করি।”
এই প্রস্তাব এখনো চূড়ান্ত নয়। সরকার বা সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।