উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলায় যুবদল কর্মী মো. সালমান (২৫) হত্যা মামলায় মশিয়ার মোল্যা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার শামুকখোলা গ্রামের মান্নান মোল্যার ছেলে।
রবিবার (১১ মে) নিহতের ছোট ভাই খন্দকার নাহিদ হাসান বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা (মামলা নং ৮) দায়ের করেন। এজাহারে ২০ জনের নাম উল্লেখসহ আরও ২০–২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।
এর আগে, শুক্রবার (৯ মে) সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিলে সালমানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।
স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে মধুমতি নদীর পাড়ে বন্ধুদের সঙ্গে পিকনিকে অংশ নেওয়ার পর সালমান বাড়ি ফিরলেও রাতেই আবার বেরিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি, এবং তার মোবাইলও বন্ধ পাওয়া যায়।
ওসি আশিকুর রহমান বলেন, “হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।”