আবদুর রহিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
চট্টগ্রাম মহানগর বিএনপির ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া সওদাগর ১১ মে, রবিবার বিকাল ৩টায় চট্টগ্রাম নগরীর পার্ক ভিউ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭১ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণাগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর মোঃ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব মোঃ নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. সাইফুল আলম, যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, ডবলমুরিং থানা বিএনপির সাবেক সিঃ যুগ্ম সম্পাদক জাহেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন সোহেল এবং ২৮ নং দক্ষিণ পাঠানটুলী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এস এম জামাল উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ সভাপতি আকবর সবুর, সিঃ যুগ্ম সম্পাদক আবদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হাজী আবদুর রহিম শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, হাজী বাদশা মিয়া সওদাগর এলাকার মসজিদ, মাদ্রাসাসহ অনেক জনহিতকর কাজ করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের নামাজে জানাযা আগামীকাল ১৩ মে মঙ্গলবার নগরীর বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হবে।