Gaibandha Correspondent:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার আলোচিত আওয়ামী লীগ নেত্রী রওশন আরার বিরুদ্ধে এবার নিজের ছেলেকে গুমের নাটক সাজিয়ে এলাকাবাসীর ২০ জন নিরীহ ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এই অভিযোগে রবিবার (১১ মে) সকাল থেকে বালাসির পাকার মাথায় টানা দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন কাইয়ারহাট এলাকার শত শত নারী-পুরুষ।
বিক্ষোভকারীদের দাবি, রওশন আরা পরিকল্পিতভাবে নিজের ছেলে রুহুল আমিন শাপলাকে আত্মগোপনে পাঠিয়ে এলাকাবাসীর ওপর গুমের মামলা দিয়েছেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন তিনি।
মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত সরকার, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান শহীদ, কঞ্চিপাড়া ইউপির সাবেক সদস্য রোকেয়া বেগম, ভুক্তভোগী মশিউর রহমান, মোতালেব সরকার, গোলাম কিবরিয়া সবুজ, মনছুর আলী প্রমুখ।
তারা অভিযোগ করেন, স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনের একটি মহলের সহায়তায় রওশন আরা এই ‘গুম নাটক’ সাজিয়েছেন। তাদের দাবি, প্রকৃতপক্ষে রওশন আরা নিজেই তার ছেলেকে লুকিয়ে রেখে রাজনৈতিক প্রতিপক্ষ ও নিরীহ মানুষদের ফাঁসাতে চাচ্ছেন।
ভুক্তভোগী মশিউর রহমান ও আনোয়ার হোসেন বলেন, “আমাদের বিরুদ্ধে গুমের অভিযোগ মিথ্যা। রওশন আরা নিজেই ছেলেকে লুকিয়ে রেখেছেন।”
এ বিষয়ে জানতে চাইলে রওশন আরা বলেন, “আমার ছেলে গুম হয়েছে। ওরা নিজেদের রক্ষার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
তদন্তকারী কর্মকর্তা ফুলছড়ি থানার এসআই রুহুল আমিন জানান, “ঘটনার তদন্ত চলছে, এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা গাইবান্ধা-বালাসি সড়কে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন।