বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের ব্যানারে মশাল মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার (১১ মে) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোর থেকে শুরু হয়ে তিন নম্বর গেট হয়ে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে প্রদক্ষিণ করে মিছিলটি।
শিক্ষার্থীরা ‘ভিসি তুই কবে যাবি’, ‘মামলাবাজ ভিসির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘সাত মাস চলে গেলো, উন্নয়নের কি হলো’—এমন স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষার্থীরা সোমবার (১২ মে) থেকে বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কার্যকর করার ঘোষণা দেয়। বন্ধ থাকবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, তবে সেমিস্টার ফাইনাল পরীক্ষা, পরিবহন, মেডিকেল ও লাইব্রেরি সেবা চালু থাকবে।
আন্দোলনকারী শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, “এই ক্যাম্পাস ভিসির অধীনে আর নিরাপদ নয়। তাঁর উচিত সম্মানের সাথে পদত্যাগ করা।”
অন্যদিকে, সুজয় বিশ্বাস শুভ ও মোশাররফ হোসেন জানান, বারবার আন্দোলনের পরও রাষ্ট্র কোনো ব্যবস্থা নিচ্ছে না। আগামীকাল শিক্ষক-শিক্ষার্থীদের মহাসমাবেশের পর অনশন এবং দক্ষিণবঙ্গ অচল করার কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
উল্লেখযোগ্যভাবে, এ বিষয়ে উপাচার্য ও প্রক্টরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।